পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

A ১৯৫০ সালে

B ১৯৪৮ সালে

C ১৯৪৭ সালে

D ১৯৫৪ সালে

Solution

Correct Answer: Option A

পাকিস্তান শাসনামলে ভুমি আইনের উপর যে গুরুত্বপূর্ণ বিধিবধ্য আইন প্রণীত হয়, তন্মধজ ১৯৫০ সালের জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন (Estate Acquisition and Tenancy Act 1950) উল্লেখযোগ্য .১৯৫০ সালের ১৬ ফেব্রুয়ারি এ আইনটি পূর্ব বাংলার আইনসভা কতৃক গৃহীত হয় এবং ঐ সালের ১৬ মে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেলের সম্মতিক্রমে আইনের মর্যাদা লাভ করে।এ আইনটি ১৫২ টি ধারা রয়েছে,যা পাঁচটি অংশ ও ১৯ টি অধ্যায়ে বিভক্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions