কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
Solution
Correct Answer: Option C
১৯৪৩ সালে হাবশী শাসনের অবসান ঘটিয়ে উজির সৈয়দ হোসেন আলাউদ্দিন শাহ উপাধি ধারন করে বাংলার সিংহাসনে বসেন এবং স্বীয় শাসন প্রতিষ্ঠা করেন।এভাবে হোসেন শাহী নামে একটি নতুন বংশের শাসন পর্ব শুরু হ্য.১৪৯৩-১৫৩৮ সাল পর্যন্ত এ বংশের চারজন সুলতান -আলাউদ্দীন শাহ,আলাউদ্দীন ফিরুজ শাহ,গিয়াসউদ্দীন মাহমুদ শাহ বাংলাদেশে রাজত্ব করেন।এ আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি করে।