বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
A অশোক
B শের শাহ
C আকবর
D মুহম্মদ বিন তুঘলক
Solution
Correct Answer: Option B
শের শাহ কনজের যুদ্ধে হুমায়ুঙ্কে পরাজিত করে দিল্লি অধিকার করেন।শের শাহ জাতিতে ছিলেন পাথান মুসল্মান।শের শাহ ভারতবর্ষকে ঘোড়ার ডাক ব্যবস্থা প্রচলন করেন ।তিনি আফগান বংশের শাসক ছিলেন।তিনি ভারতবর্ষে তামার মুদ্রা চালু করেন।