A হার্ডওয়্যার ও হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল
B সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
C হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল
D উপরের কোনোটিই নয়
Solution
Correct Answer: Option B
সমস্যা সমাধান বা কারজ সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো নির্দেশমালাকে প্রোগ্রাম বলে।প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও বেবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তুলে তাকেই সফটওয়্যার বলে। কম্পিউটার বাগ হল সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।