কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
A ভিটামিন সি
B ভিটামিন কে
C ভিটামিন ই
D ভিটামিন বি
Solution
Correct Answer: Option B
ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন কে ক্ষতস্থান হতে রক্ত পড়া প্রতিরোধে সহায়তা করে এবং ভিটামিন ই প্রজনন ক্ষমতা ব্যাহত হতে রোধ করে। ভিটামিন বি বেরিবেরি রোগ প্রতিরোধে সহায়তা করে।