Solution
Correct Answer: Option C
১৭৭৮ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত ফ্রান্সের নানা উত্তাল ঘটনাধারা ফরাসি বিপ্লব নামে পরিচিত।এই বিপ্লবের ফলে ফরাসি দেশে সামন্ত যুগের পুরনো বিধি বিধান পাল্টে আধুনিক যুগের সূচনা ঘটে এবং রাজতন্ত্র , অভিজাততন্ত্র ও পুরোহিততন্ত্রের সম্মিলিত সামাজিক আধিপত্যের অবসান হয়।