Solution
Correct Answer: Option D
'মসনদের মোহ' নাটকটির রচয়িতা শাহাদাৎ হোসেন। তাঁর রচিত অন্যান্য নাটক- সফররাজ খাঁ, আনার কলি ইত্যাদি। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- মরুর কুসুম, হিরনলেখা, পারের পথ, স্বামীর ভুল, সোনার কাঁকন, যুগের আলো,রিক্তা, পথের দেখা, কাঁটার ফুল ইত্যাদি।