আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

A কর্মে ২য়া

B অপাদানে ৭মী

C করণে ৭মী

D অপাদানে ৫মী

Solution

Correct Answer: Option B

যা হতে কোন বস্তু বা ব্যাক্তি উৎপন্ন,চলিত, নির্গত , উত্থিত, পতিত, প্রেরিত, গ্রিহিত, শ্রুত, সূচিত, নিবারিত, অন্তর্হিত, রক্ষিত ইত্যাদি হয় তাকে অপাদান কারক বলে। জেমন-গাছ হতে ফল পড়ে। "আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?" এ বাক্যটিতে ভয় বা শঙ্কা বোঝায়; যা অপাদান কারকের অন্তরভুক্ত।শব্দের শেষে এ,য়,তে থাকলে সপ্তমী বিভক্তি হয়।রাঘবে শব্দের শেষে এ শব্দটি আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions