পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-

A বহুব্রীহি সমাস

B দ্বন্দ্ব সমাস

C কর্মধারয় সমাস

D তৎপুরুষ সমাস

Solution

Correct Answer: Option D

পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধানরূপে থাকে। তৎপুরুষ সমাস কয়েক প্রকারের হয়। যথা- উপপদ তৎপুরুষ , অলুক তৎপুরুষ ,প্রাদি তৎপুরুষ ইত্যাদি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions