এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?

A ১৫%

B ২০%

C ২৫%

D ৩০%

Solution

Correct Answer: Option B

২০ কেজি চালের ক্রয় মূল্য ১০০ টাকা
 ১    "       "          "      "    ১০০/২০"=৫ টাকা

২৫  কেজি চালের বিক্রয় মূল্য ১০০ টাকা
১    "       "          "           "     "       "  
৫ টাকায় ক্ষতি (৫-৪) বা ১ টাকা
১০০  "       "    ১০০/৫বা ২০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions