Solution
Correct Answer: Option B
বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম পুণ্ড্রবর্ধন। এ শহরটি আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল।প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদটির বর্তমান নাম মহাস্থানগড় ।মহাস্থানগড় বগুরা জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। বিখ্যাত সাধক সুলতান ইব্রাহিম বলখি মহীসাওয়ার (র) মাজার মহাস্থানগড়ে অবস্থিত।