Solution
Correct Answer: Option B
দুই মেরু থেকে সমান দুরত্বে পৃথিবীকে পুর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে।এ রেখাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে।নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার দক্ষিণ দিকের পৃথিবীর অধের্ককে দক্ষিণ গোলার্ধ বলা হয়।