লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
A ইসলাম খান
B শাহ সুজা
C টিপু সুলতান
D শায়েস্তা খান
Solution
Correct Answer: Option D
সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন।কিন্তু লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির কবর রয়েছে।এটি ঢাকার লালবাগে অবস্থিত।