নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
A ইবনে বতুতা
B ফা-হিয়েন
C মার্কো পোলো
D হিউয়েন সাং
Solution
Correct Answer: Option A
ইবনে বতুতা ১৩০৪ সালে মরক্কোর তানজির শহরে জন্মগ্রহণ করেন।তার পুরো নাম (আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে আবদুল্লাহ আল লাওয়াতী আল তানজী ইবনে বতুতা)।সুলতান ফকরূদ্দীন মোবারক শাহের আমলে তিনি বঙ্গে পর্যটনে এসে সোনারগাঁ এসেছিলেন।ইবনে বতুতা ১৩৬৯ সালে (মতান্তরে ১৩৬৮) মৃত্যুবরণ করেন।