কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে-

A ৩ টি অংশ

B ৪টি অংশ

C ৫টি অংশ

D ৬টি অংশ

Solution

Correct Answer: Option A

কম্পিউটারের বাহ্যিক আকৃতিসম্পন্ন সকল যন্ত্র,যন্ত্র্রাংশ ও ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে।
কম্পিউটারের হার্ডওয়্যারকে ‍তিন ভাগে ভাগ করা যায়। যেমনঃ 
- ইনপুট যন্ত্রপাতি (কী বোর্ড,মাউস,জয়স্টিক,ডিস্ক,স্ক্যানার,কার্ড ‍রিডার,ডিজটাল ক্যামেরা,মাইক্রোফোন,অপটিক্যাল বা আলোকীয় বর্ণ রিডার,ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ইত্যাদি);
- সিস্টেম ইউনিট (মাইক্রোপ্রসেসর,র‌্যাম,হার্ডডিস্ক,ফ্লপি ডিস্ক,মাদার বোর্ড,পাওয়ার স্লে ইত্যাদি) এবং
- আউটপুট যন্ত্রপাতি(মনিটর,প্রিন্টার ,স্পিকার ইত্যাদি)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions