সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
Solution
Correct Answer: Option B
ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিশাল আয়তনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো সোমপুর- বিহার।এটি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। এ বিহার বাংলাদেশের বৌদ্ধ ও হিন্দু সংস্কৃুতির এক আকর্ষণীয় নিদর্শন।এর বর্তমান নাম পাহাড়পুর।অনুমান করা হয়,অষ্টম শতাব্দীর পাল রাজত্বের প্রথম দিকে ধর্মপাল পিতৃভূমিতে এক বিশাল ও সুউচ্চ মন্দির স্থাপনের লক্ষ্যে পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করেন।