Solution
Correct Answer: Option C
বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি চূড়ান্ত ভাগ্যনির্ধারণকারী যুদ্ধ।৬২৪ খ্রিষ্টাব্দে বদর নামক উপত্যকায় কুরাইশ ও মুসলমানদের মধ্যে এ যুদ্ধ সংঘটিত হয়।এ যুদ্ধে কুরাইশদের শক্তি চিরতরে ধূুলিসাৎ হয়ে যায় এবং ইসলাম এবং মহানবী (স)-এর প্রভাব প্রতিপত্তি ও গৌরব বহুগুণে বৃদ্ধি পায়।