Solution
Correct Answer: Option A
ব্রিটেনের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে বুকার পুরস্কার।বুকার পুরস্কারের বর্তমান নাম ’দ্য ম্যান বুকার প্রাইজ ফর ফিকশন’।১৯৬৯ সালে যুক্তরাজ্যের বুবার ম্যাক কোলেন কোম্পানি বুকার পুরস্কার প্রবর্তন করে।বুকার পুরস্কারের বর্তমান মূল্যমান ৫০ হাজার পাউন্ড।