সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
A লর্ড ক্যানিং
B লর্ড বেন্টিঙ্ক
C লর্ড রিপন
D লর্ড কার্জন
Solution
Correct Answer: Option B
স্বামীর মৃত্যু হলে বিধবা স্ত্রী স্বামীর চিতায় ঝাপিয়ে আত্মহুতি দিত অর্থাৎ সহমরণে যেত।এ নিষ্ঠুর ব্যবস্থা্ই সতীদাহ প্রথা নামে পরিচিত।লর্ড বেন্টিক সতীদাহ প্রথা রহিতকণ আইন পাস করেন।