Solution
Correct Answer: Option B
- তিতুমীর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে (মতান্তরে হায়দরপুরে)১৭৮২ সালে জন্মগ্রহণ করেন।
- তিতুমীরের প্রকৃত নাম মীর নিসার আলী।
- ১৮৩১ সালের ২৩ অক্টোবরে তিনি নারিকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন।
- তিনিই প্রথম বাঙালী হিসেবে কোম্পানির বিরূদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হয়েছিলেন।