Solution
Correct Answer: Option D
- মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক 'কৃষ্ণকুমারী' (১৮৬১)।
- উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে মধুসূদন এ নাটকের কাহিনী সংগ্রহ করেন।
- মহারাজা প্রতাপসিংহের বংশধর, উদয়পুরাধিপতি মহারাজা ভীমসিংহের দুহিতা কৃষ্ণকুমারীর বিষাদময় জীবনই নাটকের বিষয়বস্তু।
- চরিত্র: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা' (১৮৫৯),
- সর্বশেষ বিয়োগান্তক নাটক 'মায়াকানন' (১৮৭৪) এবং
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক 'পদ্মাবতী' (১৮৬০)।