মাইকেল মধুসূদন দত্তের ‘বুুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ ও ‘একেই কি বলে সভ্যতা’ কোন জাতীয় রচনা?

A উপন্যাস

B নাটক

C প্রহসন

D ছোটগল্প

Solution

Correct Answer: Option C

- মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘চতুর্দশ কবিতাবলি এর অন্তর্ভুক্ত কবিতা ‘কপোতাক্ষ নদ'।
- কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত।
- এ কবিতায় দেশের প্রতি কবির ভীষণ অনুরাগ প্রকাশ পেয়েছে।
- কবিতাটির বিখ্যাত পঙক্তি- ‘সতত, হে নদ, তুমি পড় মোর মনে। / সতত তোমার কথা ভাবি এ বিরলে।

- বাংলা কবিতায় ‘অমিত্রাক্ষর ছন্দ’ মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন। 

তাঁর রচিত নাটক ও প্রহসনঃ
- শর্মিষ্ঠা নাটক (১৮৫৯)
- কৃষ্ণকুমারী নাটক (১৮৬১)
- মায়া-কানন (১৮৭৪)
একেই কি বলে সভ্যতা? (১৮৬০)
- বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)
- পদ্মাবতী নাটক (১৮৬০)। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions