একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
A ৪৫০০ টাকা
B ৫০০০ টাকা
C ৫৫০০ টাকা
D ৬০০০ টাকা
Solution
Correct Answer: Option B
আমরা জানি ,
ক্রয়মূল্য =(১০০× বেশী মূল্য)/ (১ম%+২য়%)
=(১০০× ৮০০)/ (৮+৮)
=৮০০০০/১৬
= ৫০০০ টাকা