একজন দোকানদার ১ ডজন বলপেন ৬০ টাকায় ক্রয় করে ৭২ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
Solution
Correct Answer: Option C
১ ডজন বলপেনের বিক্রয় মূল্য ৭২ টাকা
১ " " " " " ৬০ টাকা
∴১ ডজন বলপেনের লাভ (৭২-৬০)=১২ টাকা
এখন , ৬০ টকায় লাভ ১২ টাকা
১ " " ১২/৬০ টাকা
∴১০০ " " (১২×১০০)/৬০ টাকা
= ২০ টাকা