সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১২০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে -
Solution
Correct Answer: Option B
আমরা জানি , বহুভুজের বাহুর সংখ্যা x হলে অন্তস্থ কোণের
পরিমাণ =(n-২)/n ×১৮০⁰
বা ১২০⁰=(n-২)/n ×১৮০⁰
বা ১২০n=১৮০n-৩৬০
বা ১৮০n-১২০n=৩৬০
বা n= ৩৬০/৬০
∴ n=৬