কাজী নজরুলের ‘আলেয়া’ কোন ধরনের রচনা?

A কবিতা

B উপন্যাস

C গল্প

D গীতিনাট্য

Solution

Correct Answer: Option D

- কাজী নজরুল ইসলাম রচিত গীতিনাট্য 'আলেয়া' (১৯৩১)।
- কাজী নজরুল প্রথমে এটি 'মরুতৃষা' শিরোনামে লিখলেও পরবর্তীতে এর নামকরণ করেন 'আলেয়া'।
- জয়ন্তী, মীনকেতু ও উগ্রাদিত্যের ত্রিভুজ প্রেম ও তার পরিণয় নাটকটির বিষয়বস্তু।
- কেন্দ্রীয় চরিত্র জয়ন্তীর প্রেমের ব্যাকুলতা, সিদ্ধান্তহীনতা এবং আবেগের তীব্রতা নাটকটিকে ট্রাজিক পরিণতির দিকে ধাবিত করেছে।
- নাটকটিতে কাজী নজরুল ইসলাম ৩০টি গান ব্যবহার করেছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions