মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
A ৮টি
B ৯টি
C ১১টি
D ১২টি
Solution
Correct Answer: Option C
-৪ এপ্রিল ১৯৭১ সালে মুক্তিফৌজ গঠিত হয়
-৯ এপ্রিল ১৯৭১ মুক্তিফৌজের নাম পরিবর্তন করে রাখা হয় মুক্তিবাহিনী ।
-পরবর্তীতে জেনারেল এম.এ জি ওসমানী রণকৌশল হিসেবে সমগ্র দেশকে ১১ টি সেক্টরে ভাগ করেন।