Solution
Correct Answer: Option D
- বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ কর্তৃক সৃষ্ট ‘হিমু একটি বিখ্যাত চরিত্র।
- হুমায়ূন আহমেদ ‘হিমু’ চরিত্রের প্রথম (১৯৯০) উপন্যাসে। আত্মপ্রকাশ ঘটান ‘ময়ূরাক্ষী' পরবর্তীতে তিনি ‘হিমু’ চরিত্রটিকে কেন্দ্র করে অসংখ্য নাটক ও উপন্যাস রচনা করেছেন এবং এ চরিত্রটিকে নাটক ও সিনেমায় বাস্তব রূপদান করেছেন।
- ‘হিমু’ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে এবং এটি পরবর্তীতে নাটকে রূপদান করেন।
- হিমু মূলত একজন বেকার যুবক; যার আচরণে বেখেয়ালী, জীবনযাপনে ছন্নছাড়া ও বৈষয়িক ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ভাব প্রকাশ পায়। তার অস্বাভাবিক চরিত্রের মধ্যে সে হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তাঘাটে দিন-রাত ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে ভবিষ্যদ্বাণী করে মানুষকে চমকে দেয়