Solution
Correct Answer: Option B
বিলুরুবিন হছে পিত্তরসের কমলা রঙ্গের প্রধান রঞ্জক পদার্থ । হিমোগ্লোবিনের প্রধান দুটি উপাদান হল - প্রোটিন অংশ গ্লোবিন ও লৌহযুক্ত অংশ হিম।হিম ভেঙ্গে শেষ পর্যন্ত বিলিরুবিনে পরিণীত হয় । বিলিরুবিন একটি বর্জ্য পদার্থ যা পিত্তরসের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় । রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়াকে জন্ডিস বলে।