মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য-

A পলাশী ব্যারাক ও অন্যান্য

B স্বাধীনতা আমার স্বাধীনতা

C পায়ের আওয়াজ পাওয়া যায়

D রক্তাক্ত প্রান্তর

Solution

Correct Answer: Option C

● সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬)। এর রচনাকাল ১ মে থেকে ১৩ জুন, ১৯৭৫ খ্রিস্টাব্দে লন্ডনের হ্যাম্পস্টেড শহরে। মহান স্বাধীনতা যুদ্ধ শেষে মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশের ঘটনা এ নাটকে স্থান পেয়েছে।

● ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে মুনীর চৌধুরী রচিত প্রথম নাটক ‘কবর’ (১৯৬৬)।

● দীনবন্ধু মিত্র রচিত মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্রভিত্তিক নাটক 'নীলদর্পণ' (১৮৬০)।

● নাট্যাচার্য সেলিম আল দীন স্থানীয় এক মেলাকে কেন্দ্র করে লোকায়ত জীবন-সংস্কৃতিকে কেন্দ্র করে 'কিত্তনখোলা' (১৯৮৬) নাটকটি রচনা করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions