Solution
Correct Answer: Option A
"লালসালু" উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-১৯৭১)। ১৯৪৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয় উপন্যাসটি ।লেখকের পত্নী এন মেরি ১৯৬১ সালে উপন্যাসটি ফরাসি ভাষায় "লজ অরবরে সামস মায়েমে" নামে অনুবাদ করেন এবং ১৯৬৭ সালে এটি ইংরেজীতে "Tree Without Roots' নামে অনূদিত হলে বেশ খ্যাতি অর্জন করে।