“ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
A ষট্ + দশ
B সড় + শ
C ষোড় + অশ
D ষোড় + শ
Solution
Correct Answer: Option A
-ব্যঞ্জনসন্ধির সাথে এমন কিছু সন্ধি রয়েছে যেগুলু নিয়মের সাথে মেলে না।
-এসব সন্ধিকে নিপাতনে সিদ্ধ বা নিয়ম বহিরবভুতু হিসেবে অভিহিত করা হয়।
-ষট+ দশ ="ষোড়শ" নিপাতনে সিদ্ধ বা ব্যঞ্জনসন্ধি।