৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
Solution
Correct Answer: Option C
১৫ টি বলপেনের ক্রয়মূল্য ৭৫ টাকা
∴ ১ " " " " ৭৫/১৫ টাকা=৫ টাকা
আবার,
১৫ টি বলপেনের বিক্রয় মূল্য ৯০ টাকা
∴ ১ " " " " ৯০/১৫ টাকা = ৬ টাকা
∴ লাভ=৬-৫=১ টাকা
৫ টাকায় লাভ হয় ১ টাকা
১ " " " ১/ ৫) টাকা
∴১০০ " " "(১× ১০০)/ ৫) টাকা =২০ টাকা বা ২০%