একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?

A ৭ : ২

B ৫ : ১

C ৬ : ১

D ১৫ : ৩

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে,
জিনিসটির ক্রয়মূল্য = ১২০ টাকা
জিনিসটির বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১৪৪ - ১২০ টাকা
= ২৪ টাকা

এখন,
ক্রয়মূল্য : লাভ = ১২০ : ২৪
= ৫ : ১ [উভয় রাশিকে ২৪ দ্বারা ভাগ করে]

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions