লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন -
A ইসলাম খান
B শায়েস্তা খান
C যুবরাজ মোহাম্মদ আযম
D মীর জুমলা
Solution
Correct Answer: Option C
১৬৭৮ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আযম শাহ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুবেদার শায়েস্তা খান ১৬৮২ সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করেন। এ কেল্লায় শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার রয়েছে।