বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
A ওয়াট
B ওয়াট-ঘন্টা
C জুল
D কিলোওয়াট-ঘন্টা
Solution
Correct Answer: Option D
ক্ষমতার একক ওয়াট ,কাজের একক জুল এবং বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলোওয়াট - ঘণ্টা । বাণিজ্যিকভাবে একে " বোর্ড অব ইউনিট' বা সংক্ষেপে শুধু ইউনিট বলে।