পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হল যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
Solution
Correct Answer: Option C
ছোট অংশের দৈর্ঘ্যকে x ধরি।
তাহলে, বড় অংশের দৈর্ঘ্য হবে 3x/2
শর্তানুসারে,
x + 3x/2 = 5 ফুট
⇒ 5x/2 = 5 ফুট
⇒ 5x = 10 ফুট
⇒ x = 2 ফুট
আমরা জানি, 1 ফুট = 12 ইঞ্চি
∴ 2 ফুট = 24 ইঞ্চি