দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত ১ঃ২। সংখ্যা দুটি নির্ণয় করুন।
A ১ এবং ২
B ২ এবং ৪
C ৪ এবং ৮
D ৮ এবং ১৬
Solution
Correct Answer: Option B
ধরি , সংখ্যা দুটি যথাক্রমে x ও x+২
প্রশ্নমতে , x ⦂ x+২=১ ⦂ ২
বা x/(x+২)=১/২
বা ২x=x+২
∴ x=২
∴সংখ্যা দুটি হল ২ ও (২+২) =৪