দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
Solution
Correct Answer: Option B
১ম নল দ্বারা , ১ মিনিটে পূর্ণ হয় = ১/১০ অংশ
২য় নল দ্বারা , ১ মিনিটে পূর্ণ হয় = ১/১৫ অংশ
দুটি নল দ্বারা , ১ মিনিটে পূর্ণ হয় = (১/১০+১/১৫) অংশ
=(৩+২)/৩০=৫/৩০=১/৬ অংশ
১/৬ অংশ পূর্ণ হয় =১ ঘণ্টায়
∴ সমস্ত অংশ পূর্ণ হয় =৬ ঘণ্টায় ।