কোন দুটি রচনা একই শ্রেণির?
A গীতাঞ্জলি ও অগ্নিবীণা
B ডাকঘর ও শ্রীকান্ত
C নীলদর্পণ ও বিষাদ-সিন্ধু
D লালসালু ও বলাকা
Solution
Correct Answer: Option A
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ টি গানের সংকলন 'গীতাঞ্জলি' কাব্য। এ কাব্যের গানগুলি ১৯০৮-১৯০৯ সালের মধ্যে রচিত এবং গ্রন্থাকারে ১৯১০ সালে প্রকাশিত ।
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' ।
- দীনবন্ধু মিত্রের সামাজিক নাটক 'নীলদর্পণ' ;
- মীর মশাররফ হোসেন রচিত ধর্মভিত্তিক মহাকাব্যিক উপন্যাস 'বিষাদসিন্ধু'
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত সামাজিক উপন্যাস 'লালসালু'
- 'রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গতিতত্ত্ব বিষয়ক কাব্যগ্রন্থ 'বলাকা' (১৯১৬);
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রুপক ও সাংকেতিক নাটক 'ডাকঘর;
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ৪ খণ্ডে বিভক্ত আত্মজৈবনিক উপন্যাস 'শ্রীকান্ত'।