Solution
Correct Answer: Option A
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'বিষের বাঁশি'। তাঁর রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ— অগ্নিবীণা, সাম্যবাদী, সর্বহারা, ছায়ানট, চক্রবাক, দোলনচাঁপা, সন্ধ্যা। বন্দীর বন্দনা, সন্দ্বীপের চর ও রূপসী বাংলা কাব্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে বুদ্ধদেব বসু, বিষ্ণু দে ও জীবনানন্দ দাশ।