কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
Solution
Correct Answer: Option B
'বিষের বাঁশী' কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নিষিদ্ধ গ্রন্থ । এ গ্রন্থটি আগষ্ট ১৯২৪ প্রকাশিত হয় এবং অক্টোবর ১৯২৪ সালে নিষিদ্ধ হয় । তার মোট নিষিদ্ধ গ্রন্থ ৫টি । এগুলো হলো- বিষের বাঁশী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু ও যুগবাণী ।