'জাতের নামে বজ্জাতি সব জাল-জালিয়াত খেলছে জুয়া'- এই লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে রয়েছে?
Solution
Correct Answer: Option B
- এই বিখ্যাত চরণটি কাজী নজরুল ইসলামের ‘বিষের বাঁশি’ (১৯২৪) কাব্যগ্রন্থের অন্তর্গত ‘জাতের বজ্জাতি’ (বা 'জাত-জালিয়াত') নামক কবিতার অংশ।
- ব্রিটিশ সরকার এই গ্রন্থটি বাজেয়াপ্ত করেছিল।
- এই কবিতায় নজরুল তৎকালীন সমাজে প্রচলিত জাত-পাত, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং ছুঁৎমার্গের বিরুদ্ধে তীব্র কশাঘাত করেছেন।
- তিনি বুঝিয়েছেন যে, ধর্মের নামে বা জাতের নামে মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি করা হয়, তা মূলত ভণ্ডামি বা জুয়াখেলা ছাড়া আর কিছু নয়।