কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি?

A ফণিমনসা

B বনগীতি

C দোলনচাঁপা

D গানের মালা

Solution

Correct Answer: Option C

কাজী নজরুল ইসলাম রচিত প্রেমের কাব্য 'দোলনচাঁপা' (অক্টোবর, ১৯২৩)। তিনি স্ত্রী দুলির নামানুসারে এ কাব্যের নামকরণ করেন। স্ত্রী দুলির সাথে কবির হৃদয়লীলার বিচিত্র বর্ণোজ্জ্বল স্বাক্ষর, প্রেম সম্পর্কিত অস্থির মানসিকতা, প্রেমিকের বিচিত্র প্রণয়লীলা, মান- অভিমান, অনুরাগ-বিরাগসহ বিচিত্র ভাব-ভাবনা এ কাব্যের মৌল উপজীব্য।

কাব্যটির বিখ্যাত কবিতাসমূহ:
- আজ সৃষ্টি সুখের উল্লাসে,
- বেলাশেষে,
- পূবের হাওয়া,
- চোখের চাতক,
- অবেলার ডাক,
- পূজারিণী।

কাজী নজরুল ইসলাম রচিত ‘ফণিমনসা’ (১৯২৭) কাব্যে দ্রোহ ও প্রেম বিশেষভাবে ফুটে উঠেছে।
তাঁর রচিত সংগীত গ্রন্থ: ‘বনগীতি' (১৯৩১) ও ‘গানের মালা’ (১৯৩৪)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions