ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনে হয়েছিল?

A ১০৭৬

B ১১৭৬

C ১২৭৬

D ১৩৭৬

Solution

Correct Answer: Option B

• ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল ।
• ১৭৭০ খ্রিস্টাব্দে অনাবৃষ্টি ও খরার ফলে ফসল নষ্ট হয়ে গেলে খাদ্যাভাব দেখা দেয়। এতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে প্রায় ১২ কোটি লোক মৃত্যুবরণ করে।
• ইতিহাসে এটি ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions