জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

A রাখালী

B সোজন বাদিয়ার ঘাট

C নক্‌শী কাঁথার মাঠ

D বালুচর

Solution

Correct Answer: Option A

জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালী।
- এটি ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই।
- বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থঃ
- নকশী কাঁথার মাঠ (১৯২৯),
- বালুচর (১৯৩০),
- ধানখেত (১৯৩৩),
- সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪),
- হাসু (১৯৩৮),
- রুপবতি (১৯৪৬),
- মাটির কান্না (১৯৫১),
- এক পয়সার বাঁশী (১৯৫৬) ইত্যাদি উল্লেখযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions