জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি?
Solution
Correct Answer: Option A
পল্লীকবি জসীমউদ্দীন রচিত শ্রেষ্ঠ কাহিনী কাব্য 'নকশী কাঁথার মাঠ' । এ কাব্যের উল্লেখযোগ্য দুটি চরিত্র রুপা ও সাজু। E.M. Millford এই কাব্যটি 'Field of the Embroidery Quilt' নামে অনুবাদ করেন। সোজনবাদিয়ার ঘাট, সকিনা, রুপালী ছাড়াও তাঁর রচিত আরও কয়েকটি কাব্যগ্রন্থ— মা যে জননী কান্দে, বালুচর, ধানখেত, মাটির কান্না, রূপবতী।