Solution
Correct Answer: Option C
-বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে জানা গেছে যে , দৃশ্যমান বর্ণচ্ছটার মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লাল আলোই সবচেয়ে কর্মক্ষম ।
-লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে এটি ক্লোরোফিলকে অধিক মাত্রায় সক্রিয় করে এবং ফটোফসফোরাইলেশন ঘটায় ।
-নীল আলো তুলনামূলকভাবে কম কর্মক্ষম ।
-বেগুলী আলোয় সবচেয়ে কম সালোকসংশ্লেষণ হয় ।