কোষ বিভাজন মানবদেহের একটি স্বাভাবিক ঘটনা। কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে পড়লে মানেুষের দেহে টিউমার, ক্যান্সার প্রভৃতি রোগ হয়। P 53 জীন টিউমার প্রতিরোধক প্রোটিন সংশ্লেষণ করে যা দেহের কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে - অর্থাৎ টিউমার, ক্যান্সার প্রতিরোধ করে। এই প্রোটিনটি দেহের সকল কোষের নিউক্লিয়াসে থাকে।
https://www.pensummed.pro/blogs/p-53-protein-a-natural-sentry
https://www.facebook.com/groups/georgeseries/permalink/356436238785616/