‘মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে’ - 'মাথা খাও' বলতে বুঝায় -
Solution
Correct Answer: Option A
বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যাদের আভিধানিক অর্থের সাথে ব্যবহারিক অর্থের যথেষ্ট প্রভেদ আছে । বহুভাবে এ ধরনের পার্থক্য দৃষ্ট হয়ে থাকে। যেমন -মাথা ধরা = রোগবিশেষ , গাঁয়ের মাথা = মোড়ল , মাথা খাওয়া = শপথ করা ,মাথাপিছু = জনপ্রতি ইত্যাদি ।